এইচ এম সাগর হিরামন খুলনা
রাতে গ্রীল কেটে স্বর্ণলঙ্কার ও টাকা চুরি সংঘঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছা থানার দেলুটি ইউনিয়নের বিগরদানা গ্রামে। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, মঙ্গলবার গভীর রাতে একটি চোর সিন্ডিকেট চক্র দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিরণ সরকার এর বাড়িতে রাতে ঢুকে তাদের খাবারে সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দেয়। পরে রাতে পরিবারের সকল সদস্যরা উক্ত খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। রাতে চোররা তাদের জালানার গ্রীল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে থাকা নগদ ৩১ হাজার টাকা ও আনুমানিক ৪ ভরি স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য প্রায় ৪ থেকে ৫ লাক্ষ টাকা ও কিছু জামা কাপড় চুরি করে নিয়ে যায়। পরিবারের চারজন সদস্য অসুস্থ হয়ে পড়ে। এরা হলো সমিরণ সরকার, দিপিকা রানী মল্লিক ও তাদের দুই সন্তান স্বর্না সরকার (১৪) ও ছেলে সুব্র সরকার। স্থানীয়রা তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন বলে জানা যায় । ভুক্তভোগী শিক্ষক সমিরন সরকার বলেন, রাতে আমরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি। পরে রাত যখন আনুঃ সাড়ে তিনটা বাসে তখন আমার ঘুম ভেঙ্গে যায়। তখন আমি দেখি জানানার গ্রীলকাটা। আমি আমার স্ত্রীকে ডেকে তুলি। পরে দেখি চোররা উক্ত মালামাল নিয়ে গেছে।
বিগরদানা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বিষয়টি আমি আমার ওসি স্যারকে জানাই। চোর সনাক্তের জন্য অভিযান অব্যাহত রয়েছে।