1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

Translate in

যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস কুমিল্লা শিক্ষাবোর্ডে উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে বর্নিল আলোকসজ্জা,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি,ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ, র‌্যাফেল ড্র, কর্মচারীদের মধ্যে খাবার বিতরণ,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের জাতীয় সঙ্গীত পরিবেশনার সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন। এরপর চেয়ারম্যান নেতৃত্বে বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী পর্যায়ক্রমে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনার,নগর উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধুর কেন্দ্রীয় ম্যুরাল এবং বোর্ড প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯.১৫ টায় বোর্ড মিলনায়তনে পরীক্ষা নিয়ন্ত্রক ও বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের। চেয়ারম্যান তাঁর বক্তব্যে ১৯৭১ সালের শহীদ ৩০ লক্ষ বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ৪ লক্ষ বীরাঙ্গনা মা-বোন সহ যুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা ও সহযোগীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন,মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে তাঁর স্বপ্নের ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদেরকে নিজ নিজ অবস্থানে থেকে অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ বলেন-দীর্ঘ একটি পথ অতিক্রম করে আমরা পেয়েছি স্বাধীনতা। পেয়েছি লাল-সবুজের পতাকা, পেয়েছি বাংলাদেশ। স্বাধীনতার পেছনে রয়েছে এক মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীরত্ব গাথা ও ৩০ লাখ শহীদের তাজা রক্ত এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রম। আজ আমরা মুক্ত, আজ আমরা স্বাধীন। আমরা এখন পার করছি বিজয়ের ৫১ বছর।আরও বক্তব্য রাখেন বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা)মোহাম্মদ ছানাউল্যাহ, উপ-পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ মিয়া,উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড.মোঃ সফিকুল ইসলাম,উপ-সচিব (প্রশাসন)এ কেএম সাহাবউদ্দিন, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হক, উপসচিব (একাডেমিক) মোহাম্মদ সাফায়েত মিয়া,উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হাবিবুর রহমান, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহীদুল ইসলাম,সিনিয়র সিষ্টেম এনালিষ্ট বিকাশ চন্দ্র মল্লিকস প্রমুখ। বাদ জোহর বোর্ড জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী টাডন হল মাঠ বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন।বিজয় দিবস উপলক্ষে বোর্ড ক্যাম্পাস আলোকসজ্জিত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০