1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৩ মে ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
২ রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যান বরখাস্ত কুমিল্লার বরুড়া পাচঁটি দোকানকে ভ্রাম্যমাণ আদালত ৪৭ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, থানায় মামলা কুমিল্লায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ টি ঘর পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ কর অঞ্চল রাজশাহীতে অনলাইনে রিটার্ন দাখিল এক লক্ষ ছাড়িয়েছে! ভাতিজিকে নিয়ে লাপাত্তা যুবলীগ নেতা দেবীদ্বারে ধান কাটতে গিয়ে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী মৃত্যু বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

মনোহরগঞ্জ পশ্চিম বাজার থানা রোডে প্রতিষ্ঠা করা হয়েছে মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল”র একঝাঁক তরুণদের প্রচেষ্টায়, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার ঐকান্তিক সহযোগিতায় আধুনিক শিক্ষা বিস্তারে জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অবদান রাখাবে।গত শনিবার প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মাননীয় এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ কামাল হোসেন। মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষক পরিষদের (বিটিএ) সভাপতি এস.এম. শেখ কামালের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটোয়ারী সোহেলের স ালনায় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লা আল নোমান(সজিব),উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন,ঝলম দক্ষিণ ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহিন জিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল’র প্রধান শিক্ষক সাফায়েত হোসাইন সুমন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ১১টায় আগত সকল অতিথিদেরকে নিয়ে ফিতা কেটে মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল’র শুভ উদ্বোধন করা হয়েছে।পরে আলোচনা সভায় প্রধান বক্তা মাননীয় এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ কামাল হোসেন বলেন, শুধু মাত্র শিক্ষাই নয়, সু-শিক্ষাই জাতির মেরুদন্ড। আর এ মেরুদন্ড গঠনের মূলেই রয়েছে ধর্মীয় ও বাস্তবমুখী শিক্ষা,নৈতিকতা,আধুনিকতা, মানবতা ও দেশপ্রেম।যা যুগ-যুগান্তর ধরে প্রমাণিত। সেই প্রমাণের অংশ হিসেবে আধুনিক ও সু-শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে অভিজ্ঞ পরিচালক ও একঝাঁক তরুণ, মেধাবী শিক্ষক নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র থানা রোডে প্রতিষ্ঠা করা হয় মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল। বক্তারা আরো বলেন, মনোহরগঞ্জ সদরে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে মনোহরগঞ্জে কর্মরত সরকারি অফিসারদের এবং এলাকার ধনাঢ্য ব্যক্তিদের সন্তানদেরকে কুমিল্লা ও ঢাকায় শিক্ষা গ্রহণ করার জন্য পাঠানো হত। মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের সামগ্রীক আয়োজন দেখে আমরা আশ্বস্ত করতেছি যে, আপনারা আপনাদের সন্তানদেরকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা অর্জনের জন্য বাহিরে পাঠাতে হবে না। অনুষ্ঠানের সভাপতি বলেন,আমরা কোয়ান্টিটি নয়, কোয়ালিটি নিশ্চিতের মাধ্যমেই মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল’র শিক্ষা কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। এ বছর আর কথা নয়,আগামী এক বছরের মধ্যে এর প্রমাণ আপনারা পাবেন। কেননা আমরা ঢাকার খ্যাতিমান স্কুলগুলোকে অনুসরণ করে পাঠ্যক্রম পরিচালনা করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০