মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি
মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ গতকাল স্থানীয় সময় দুপুর একটায় মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ূম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘ ও গভীর বন্ধুত্বপূর্ন সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন। এছাড়াও তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বানিজ্য, শিক্ষা ও পর্যটন খাতে আরো সহযোগিতা বৃদ্ধি ও উভয় দেশের জনগনের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সাক্ষাত কালে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলী ও মালদ্বীপ প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়, এ সময় দুতালয় প্রধান (স্রম) মোঃ সোহেল পারভেজ উপস্থিত ছিলেন
Notifications