1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে মাটিকাটা গর্তে ডুবে ভাই বোনের মৃত্যু, স্বজনদের আহাজারি দেবীদ্বারে ট্রাক অটো মুখমোখী সংঘর্ষ প্রাণ গেল অটো চালকের কুমিল্লা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ডিসি, এসপি, ভিসিসহ ২৬ জন কুমিল্লায় শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড ক্ষমা চাইতে হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা বিএনপির এক সপ্তাহের আলটিমেটাম দেবীদ্বারে চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে দম্পতি আটক লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু গোবিন্দগঞ্জে ঝড়ে বটগাছ পড়ে চা দোকানীর স্ত্রীর মৃত্যু দেবীদ্বারে মোহতামিমকে বের করে মাদ্রাসায় তালা: পাঠদানে ব্যহত :অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ

রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে কারও দোষ থাকলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৪৮৩ বার দেখা হয়েছে

ল উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং র‌্যাব আয়োজিত ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এর আগে দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। পরে বালুখালী ক্যাম্পে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত সকলকেই সহায়তার আশ্বাস দেন।

সাংবাদিকদের মন্ত্রী জানান, ভাসান চর এখন অনেক উন্নত জায়গা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব হয়ে যাওয়া রোহিঙ্গারা যদি সেখানে যেতে চায়, তাহলে অবশ্যই সরকার তাদের সেখানে নিয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রাধান্য হচ্ছে রোহিঙ্গাদের তাদের দেশ মিয়ানমারে ফেরত পাঠানো। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা সব সময় বলে আসছি। বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে ভূমিকা রাখুক তাই বাংলাদেশ আশা করে।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সুরক্ষা ও সেবা) মো. শহিদুজ্জামান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, কক্সবাজারের জেলা প্রশাসক ডক্টর মামুনুর রশিদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, র‌্যাব-১৫-এর অধিনায়ক আজিম উদ্দিন।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আর পুলিশ ব্যাটেলিয়ানের ক্যাম্প ও আন্তর্জাতিক সংস্থা আইওএমের হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর মন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

উল্লেখ্য, গত সোমবার উখিয়া উপজেলার বালুখালীর পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি হিসেবে ১১ জন রোহিঙ্গার মৃত্যু হয়। এর পাশাপাশি প্রায় ১০ হাজার বসতঘর পুড়ে যায় এবং ৪৫ হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০