এ আর আহমেদ হোসাইন
‘আমি আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগীর গোলামী করে তার ঐ অর্পিত দ্বায়িত্ব নিয়ে বর্তমানে ঐ নূর সিনায় ধারন করছি, এ নূরে মোহাম্মদীকে ধারন করে যাব এবং আপনাদের কে আলো পথ দেখাবো’। নূরের মোহাম্মদ(সা.)এর আলো ধারন করে সারাটা জীবন সবার মাঝে নূরের আলো বিলিয়ে যাব- ময়মনসিংহ ত্রিশালে বিশ্ব আশেকে রাসূল(সা.)সন্মেলনে এমন বক্তব্য তুলে ধরেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রধানকারী ইমাম প্রফেসর ড.কুদরত-এ-খোদা মা.আ)হুজুর।
ত্রিশালে বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশ্ব আশেকে রাসুল(সা.)সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগীর (রহ.) ৭৩তম শুভ জন্মবার্ষিকী স্মরণে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের দেওয়ানবাগ শরিফে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনের আহ্বায়ক ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা। এ সম্মেলনে আরোও বক্তব্য দেন-সাবেক অতিরিক্ত সচিব ড.পিয়ার মোহাম্মদ,সাবেক যুগ্ম সচিব নুরুল ইসলাম,প্রফেসর ড. আবদুল মান্নান মিয়া,প্রফেসর ড. মুহাম্মদ নাছির উদ্দীন সোহেল,যুক্তরাজ্যের প্রতিনিধি জারিফ উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফরহাদ,সুইডেন প্রতিনিধি মাহবুব জুবেরী, সৌদি আরব প্রতিনিধি শাহ জালাল,ইউএই প্রতিনিধি ইঞ্জিনিয়ার পারভেজ খান, মালয়শিয়ান প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী দিপু,অ্যাডভোকেট শাহ শিবলী নোমান, হযরত এমরান হোসাইন মাজহারী, হযরত তরিকুল ইসলাম তারিফ, হযরত সাব্বির আহমদ ওসমানী, সাংবাদিক তাকী জুবায়ের,ড.সৈয়দ মেহেদী হাসান প্রমুখ।
বাদ জুমা সম্মেলনের আহ্বায়ক প্রফেসর ড.কুদরত এ খোদা বিশ্ববাসীর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন। এ সম্মেলনে লক্ষাধিক আশেকে রাসূল অংশগ্রহণ করেন।