1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

Translate in

গাইবান্ধা ৫ আসনের উপ নির্বাচনী প্রচার প্রচারণায় লাঙ্গলের জোয়ার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৮৫ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গত ১২ অক্টোবর উপনির্বাচনে ভোট স্থগিত হওয়ার পর পূর্ন তফসিল অনুযায়ী ঘনিয়ে আসছে নির্বাচনে ভোট গ্রহনের দিন,আগামী ৪ জানুয়ারী উপ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা , এ উপ নির্বাচনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রচার প্রচারণায় শেষ ভাগে জাতীয় পার্টি প্রার্থীর কর্মী ও সমর্থকগণ আরো বেশী উজ্জিবিত হওয়ায় লাঙ্গল প্রতিকের প্রার্থী এএইচ এম গোলাম শহীদ রঞ্জুর পক্ষে আবারো গণজোয়ার উঠেছে। নির্বাচনে ভোট গ্রহনের সময় যত ঘনিয়ে আসছে ততই আসনটির দুটি উপজেলায় ১৭ টি ইউনিয়নে গ্রাম গঞ্জে,হাট বাজারে পাড়া মহল্লায় লাঙ্গলের ব্যাপক জোয়ার উঠেছে। অন্যান্য প্রার্থীরা ঝিমিয়ে পড়লেও লাঙ্গল প্রতিকের প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ ভোট যুদ্ধে জাতীয় পার্টির দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে প্রচার প্রচারনার লড়াই চালিয়ে যাচ্ছেন। জাতীয় পার্টি দলীয় নেতাকমীরা মনে করেন,এ উপ নির্বাচনে লাঙ্গল ব্যাপক ভোট পেয়ে নির্বাচিত হবে। নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসাবে গতকাল সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বোনারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিবৃাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। এপর দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মিছিল করেন তিনি। এছাড়াও বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামসহ ান্যান্য গ্রামের ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন লাঙ্গল মার্কার প্রার্থী রঞ্জু।উল্লেখ্য,গত ২৩ জুলাই গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলহাজ্ব এ্যাড.ফজলে রাব্বী মিয়ার এমপির মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষনা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ জানুয়ারী ইভিএম এর মাধ্যমে এই আসনের উপনির্বাচনে পূর্নরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ আসনটিতে ৩ লাখ ২৯ হাজার ৭৪৩ জন নারী পুরুষ ভোটার তাদের পছন্দের প্রার্থীর প্রতিকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০