1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাধুলা ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখে- সফিকুর রহমান কুমিল্লায় বাবা হারানো পরীক্ষার্থী নাহিদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু দেবীদ্বারের মানষিক ভারসাম্যহীন পাগলি ও তার নবজাতকের ঠিকানা সরকারি আশ্রয় কেন্দ্র কুমিল্লায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন নাহিদ দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১০৫ শিক্ষার্থী কুমিল্লায় ট্রাক-কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ২ পশুর হাটে পানি খাইয়ে ছাগলের ওজন বাড়ানোর সময় আটক ৯ কুমিল্লা বোর্ডে ৬টি জেলায় ২৭৩ টি কেন্দ্রে পরীক্ষার্থী ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন

সমান তালে জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৭৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অধিনায়ক দিমুথ করুনারত্নের ব্যাটের ওপর ভর করে বাংলাদেশের ৫৪১ রানের জবাবে বেশ ভালোভাবেই লড়ছে শ্রীলঙ্কা। তারাও সমান তালে জবাব দিচ্ছে বাংলাদেশকে। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২২৯। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ৮৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। তাঁর সঙ্গী ছিলেন ২৬ রান করা ধনঞ্জয়া ডি সিলভা।

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের দেখেশুনে খেলেছেন দুই লঙ্কান ব্যাটসম্যান করুনারত্নে ও ডি সিলভা। এরই মধ্যে ২৪৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন করুনারত্নে। টাইগার পেসার তাসকিন আহমেদের বল মিড উইকেটে ঠেলে দিয়ে তিন অঙ্কে পৌঁছান এই লঙ্কান অধিনায়ক। টেস্টে এটি তার ১১তম সেঞ্চুরি।

এছাড়া প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫৪১ রানের জবাব দিতে নেমে বেশ ভালোভাবেই জবাব দিচ্ছিলো শ্রীলঙ্কা। বিনা উইকেটে ১১ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিল তারা। বিরতি থেকে ফিরে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে। এরপর বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করলেও লঙ্কানদের ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারছিলো না বাংলাদেশ।

শুরু থেকেই বল হাতে দারুণ ছন্দে ছিলে বাংলাদেশের বোলাররা। পেসার তাসকিন আহমেদ তাঁর প্রথম তিন ওভারই নিয়েছেন মেডেন। একবার থিরিমান্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন এবং আম্পায়ার কুমার ধর্মসেনা আউটও দিয়েছিলেন। যদিও রিভিউ নিয়ে বেঁচে যান এই লঙ্কান ওপেনার। টিভি রিপ্লেতে দেখা গেছে বল অফ স্টাম্পের একটু বাইরে দিয়ে চলে গেছে।

উইকেটের জন্য বাংলাদেশের অপেক্ষা আর বড় হতে দেননি মেহেদী হাসান মিরাজ। তিনি চা বিরিতির ঠিক আগে থিরিমান্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন। এই ওপেনার ফিরেছেন ১২৫ বলে ৫৮ রান করে। তাঁর ইনিংসটি ছিল ৮টি চারে সাজানো। মিরাজের পর শ্রীলঙ্কা শিবিরে আঘাত হানেন তাসকিন। উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে ওশাদা ফার্নান্দোকে ফেরান ডানহাতি এই পেসার। ৪৩ বলে ২০ রান করে সাজঘরে ফিরেছেন ফার্নান্দো। তাতে টেস্ট ক্রিকেটে প্রায় ৪ বছর পর উইকেট পেলেন তাসকিন।

দিনের তৃতীয় ও শেষ সেশনে তাসকিন-মিরাজের পর উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। যেখানে ৩২ বলে ২৫ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুসকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এই বিকেলে আর কোনো উইকেট তুলতে পারেননি বাংলাদেশের বোলাররা। যদিও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন এবাদত হোসেন-তাইজুলরা। তবে সুযোগগুলো লুফে নিতে পারেনি বাংলাদেশ। ৮০ রানে ব্যাট করতে থাকা করুনারত্নের উইকেট তুলে নেয়ার সুযোগ পেয়েছিলেন তাইজুল। বল করার পর সরাসরি নিজের হাতে ক্যাচ আসলে সেটি লুফে নিতে পারেননি তিনি।

এ ছাড়া তৃতীয় দিনের অন্তিম মুহূর্তে করুনারত্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন তাইজুল। তবে সেখানেও রিভিউ নিয়ে পার পেয়ে যান করুনারত্নে। যদিও সেটি ব্যাট লাগার আগে তাঁর বুটে লেগেছিল। কিন্তু টিভি আম্পারের ভুলে বেঁচে যান করুনারত্নে আর উইকেট থেকে বঞ্চিত হয় বাংলাদেশ।

এর আগে ৪ উইকেটে ৪৭৪ রানে তৃতীয় দিন শুরু করেন লিটন ও মুশফিকুর রহিম। প্রথম সেশনের শুরুতেই ১২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন দ্বিতীয় দিন ৪৩ রানে অপরাজিত থাকা মুশফিক। এরপর ৬৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার ঠিক পরেই বিশ্ব ফার্নান্দোর করা অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।এরপর মুশফিককে সঙ্গ দিতে আসেন মিরাজ।

এছাড়া দুইবার রিভিউয়ের কারণে বাঁচলেও তৃতীয়বার অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে আউট হন মিরাজও। তিনি ৩ রান করে সুরাঙ্গা লাকমলের বলে ক্যাচ দিয়েছেন নিরোশান ডিকওয়েলার হাতে। বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল ইসলামও। মাত্র ২ রান করে তিনি ফেরেন ফার্নান্দোর শিকার হয়ে। এরপর ৭ উইকেটে ৫৪১ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০