কুমিল্লা প্রতিনিধি
দ্বিতীয় বারের মতো কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সদস্য আবদুল্লা আল মাহমুদ সহিদ। জেলা পরিষদের সদ্য নির্বাচনে আদর্শ সদর ৯ নম্বর সাধারণ ওয়ার্ড থেকে তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় সদস্য নির্বাচিত হন। কুমিল্লা জেলা পরিষদের দ্বিতীয় মাসিক সভায় সকল সদস্য ও নব নির্বাচিত চেয়ারম্যান তাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। কুমিল্লা ভিক্টোরিয়া করেজ ছাত্র সংসদের সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদ বর্তমানে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি এর আগেও একবার প্যানেল চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সভায় কুমিল্লা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, জেলা পরিষদের নতুন নির্বাহী কর্মকর্তা অর্পনা বৈদ্য এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা। এছাড়া দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ শেইন, হোমনা পৌরসভার মেয়র এ্যাডভোকেট নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ।
কুমিল্লা জেলা পরিষদে দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন,সংরক্ষিত ওয়ার্ড থেকে এ্যাডভোকেট তানজিনা আক্তারকে প্যানেল চেয়ারম্যান করা হয়েছে।