নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিং ( বিজিডিসিএল) সিবিএ এর নির্বাচনে রেজিং নং- বি-৯৮৯ থেকে(বিজিডিসিএল)কর্মচারি ইউনিয়ন রেজি নং-বি-১৯৩৩ এ ৭০ জন কর্মচারি যোগদান করেন। কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিং (বিজিডিসিএল)কার্যালয়ে যোগদানকৃত কর্মচারিদের বরণ করে নেন ১৯৩৩ এর নেতৃবৃন্দ।
২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিং এর যৌথ দর কষাকাষি প্রতিনিধি(সিবিএ)নির্ধারনী নির্বাচন আগামী ২৩ জানুয়ারি ২০২৩ তারিখ ঘোষনা করা হয়।
নির্বাচন উপলক্ষে যোগদানকৃত কর্মচারি নেতাকর্মীরা হলেন, কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিঃ রেজিনং বি- ৯৮৯ এর সিনিয়র সহ-সভাপতি কাজী জসিম মান্না,সহ-সভাপতি মোখলেছুর রহমান মজুমদার,সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন,এবং রেজি নং বি-২০২৯ শাহ আলম মজুমদার,মনোয়ার হোসেন,গোলাম মোস্তফা এবং সূর্য চন্দ্র নাহা এর নেতৃত্বে সকল নেতৃবৃন্দ সহ নতুন নিয়োগ প্রাপ্ত ৪৭ জনের মধ্যে ৪৪ জন সদস্য এবং পুরাতন সদস্যদের মধ্যে আজাদুল ইসলাম মোঃ রফিকুল ইসলাম,কাজী শাহ আলম,শহিদুল ইসলাম সহ প্রায় ৭০ জন সদস্য যোগদান করেন। মঙ্গলবার যোগদানকারি সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করেণ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিঃ এর শ্রমীক কর্মচারি সংসদ রেজি নং-বি-১৯৩৩ এর সভাপতি মোঃ আবুল খায়ের সরকার,সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির সরকার (স্বপন) সহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ।
Notifications