1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

Translate in

বটিয়াঘাটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ‍্য বই বিতরণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৪০ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) বটিয়াঘাটা খুলনা থেকে

নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে বটিয়াঘাটা উপজেলা সহ দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কিশলয় সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরন অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমে শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর মোল্লা।
বটিয়াঘাটায় ইংরেজি নব বর্ষ পহেলা জানুয়ারি বই বিতরন উৎসব দুই হাজার তেইশে থানা মডেল সরকারি প্রথমিক বিদ‍্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পযর্ন্ত শিক্ষার্থীদের মাঝে পাঠ‍্য বই বিতরণ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাফল‍্য প্রথমিক পর্যায়ে বিনামুল্যে বই বিতরন উপলক্ষে বটিয়াঘাটা থানা মডেল সরকারি প্রথমিক বিদ‍্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পযর্ন্ত শিক্ষার্থীদের মাঝে বই বিতরনী অনুষ্ঠান প্রধান শিক্ষক সবিতা রাণী মন্ডলের সভাপতিত্বে সকাল সাড়ে দশ টায় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রথম অতিথি ছিলেন, বটিয়াঘাটা সদর ইউ পি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারি ইন্সট্রাক্টর বি এম আশিক বিন আজাদ,বটিয়াঘাটা প্রসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও ম‍্যানেজিং কমিটির সদস‍্য মোঃ আহসান কবির। অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন শিক্ষক অনিমেষ ঢালী, কমিটির সদস‍্য নাজনীন আকুন্জী, বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক লিপু জোদ্দার, মায়া মন্ডল,মন্জু মন্ডল,পলি রাণী বিশ্বাস,রোমানা শারমিন মুক্তা,সীমা মন্ডল সহ অভিভাবক বৃন্দ। নতুন বছর বিভিন্ন স্তরের ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি বই পৌঁছে দেওয়ার এ আয়োজন করে সরকার। নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। এ চিত্র এখন উপজেলা জুড়ে। ছাত্র-ছাত্রীরা নেচে-গেয়ে, আনন্দ-উল্লাস করে, লাল-সবুজ প্লে-কার্ড, ফেস্টুন নেড়ে এবং বেলুন উড়িয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
হাজার হাজার শিক্ষার্থী সবাই নতুন বই উঁচু করে নাড়তে থাকে। তখন সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার গণভবনে ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক,প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ২০১৮ সালের নতুন পাঠ্যবই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব‍্যাপক উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে বটিয়াঘাটা থানা মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে, বারোআড়িয়া, সুরখালী, গাওঘরা, তেতুলতলা, সালেহা বেগম, হোগলবুনিয়া, চক্রাখালী, বিদামতলা, কেসমত ফুলতলা, কোদলা, সুন্দরমহল, শম্ভুনগর, বিরাট, ঝালবাড়ি, ভান্ডার কোর্ট, বাইনতলা, কড়িয়া, কেএনকে, খারাবাদ, নারায়ন খালী, কুলটিয়া, হালিয়া, শেয়ালীডাঙ্গাসহ মোট উপজেলায় ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ‍্যবই বিতরণ করা হয়। অন‍্যদিকে উপজেলায় ২৬ টি মাধ্যমিক বিদ‍্যালয়,৫ মাদ্রাসা সহ মোট ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০