1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

Translate in

খুলনায় কেডিএর অভিযান নিরালা আবাসিকে দুই ভবনের বর্ধিত অংশ অপসারন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা

খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকায় পাশাপাশি দুটি ভবনের বর্ধিত অংশ নিয়ে বিরোধে জড়ান মালিক পক্ষ। বিরোধের এক পর্যায়ে কেডিএতে অভিযোগ দেন এক পক্ষ।
কেডিএ কর্মকর্তারা অনুসন্ধানী গিয়ে দেখতে পায়, দুটি ভবনই কিছু অংশ নকশা বর্হিভূতভাবে পরে নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে দুটি ভবনের বধিতাংশ ভেঙ্গে দিয়েছে কেডিএ। মঙ্গলবার দুপুরে নগরীর নিরালা আবাসিক এলাকার ৮নং সড়কের ই/৫১ ও ৫২ নম্বর প্লটে এই অভিযান চালানো হয়। অভিযানে ভবন মালিক বদরুন্নেসা রহমান ও খালেদা ইয়াসমিন মালিকানাধীন ভবন দুটির নকশা বহির্ভূত অংশ অপসারণ করা হয়। কেডিএর অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান বলেন, দুটি ভবনই অনেক আগে নকশা অনুযায়ী নির্মাণ করা হয়। পরবর্তীতে দুই ভবন মালিকই সামনে ও পাশের অংশে স্থাপনা নির্মাণ করে। বির্ধি বর্হিভূতভাবে স্থাপনা নির্মাণ করায় দুই বাড়িতে বৃষ্টির পানি প্রবেশসহ নানা ধরনের সমস্যা হচ্ছিলো। একটি পক্ষ কেডিএতে অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ করে। তদন্তে দুই ভবন মালিকের বিরুদ্ধে বিধি বর্হিভূতভাবে স্থাপনা নির্মাণের প্রমাণ পাওয়া যায়। মঙ্গলবার দুই ভবনের বর্ধিতাংশ অপসারণ করা হয়েছে। ভবন ভাঙ্গার কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন কেডিএর স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ)শবনম সাবা,অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান, ইমারত পরিদর্শক আবদুল হান্নানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০