1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

Translate in

নড়াইলে ফেসবুকের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারক চক্র গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৬ বার দেখা হয়েছে

মোঃহাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে পীর ও দয়াল বাবার নামে ফেসবুক পেজ খুলে প্রতারণার ঘটনায় প্রতারক চক্রের মূলহোতা মোঃ সিহান কাজী(১৭)কে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। শনিবার(১৩ জানুয়ারি) ঢাকা উত্তরা থেকে তাকে আটক করা হয়। সে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মোঃ দুলাল কাজীর ছেলে। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার দিক নির্দেশনায় এসআই(নিঃ)ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা উত্তরা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ০৩ টি মোবাইল ফোন এবং ০১ টি সিম কার্ড জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,সংঘবদ্ধ বিপথগামী আন্তঃজেলা এই গ্রুপটি দীর্ঘদিন যাবৎ“গরীবের বন্ধু” নামক ফেসবুক পেজ খুলে “পাগলা বাবার দরবার শরীফ,কিশোরগঞ্জ” এর নামে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপনের ভিডিও প্রচার করে আসছিল। ফলে ধর্মপ্রাণ মানুষ বিপদ থেকে উদ্ধার ও শান্তির আশায় সহজেই প্রতারণার শিকার হতো। এভাবেই মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ধর্মভীরু নারী ও পুরুষদের প্রতারণা করে আসছিল চক্রটি। নড়াগাতি থানার টোনা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মোসাঃ ফাতেমা বেগমকে লোভ,লালসা,প্রভোলন দেখিয়ে কয়েকটি ধাপে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয় চক্রটি।বাদীর ফাতেমার অভিযোগের ভিত্তিতে নড়াগাতি থানার পুলিশের একটি টিম অভিযুক্ত মোঃ সিহান কাজীকে ঢাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩(২)/২৪(২)/৩৫(২) ধারায় নড়াগাতি থানায় মামলা হয়েছে।মামলা নং ০৫। এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন,প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাকে আমরা ঢাকা থেকে গ্রেফতার করেছি।বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।থানায় প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০