মল্লিক মোঃ জামাল
বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে বরগুনার তালতলীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উপজেলার বাজারসহ ও ছালেহিয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। নেতা ও পদ প্রত্যাশীদের ছবিসহ এসব ব্যানারে কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে। বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ায় দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা দিয়েছে।
দীর্ঘ তিন বছর পড়ে আজ রবিবার (১৫ জানুয়ারী) তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে যুবলীগের উপজেলা শাখা কমিটির সকাল ১০টার দিকে বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।সকালে যুবলীগের আহ্বায়ক মো.মারফ রায়হান তপুর সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৫ জুলাই মো.মারুফ রায়হান তপুকে আহ্বায়ক ও মো.শামীম পাটোয়ারীকে যুগ্ন-আহ্বায়ক করে তিন মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষনা করে জেলা যুবলীগের নতুন কমিটির নের্তৃবৃন্দরা।দীর্ঘ তিন বছর হলেও এখনো পুর্ণাঙ্গ হয়নি কমিটি।তিন বছর ধরে যুবলীগের নতুন নেতৃত্ব যেমন গড়ে উঠেনি,তেমনি সাংগঠনিক কার্যক্রমও ঝিমিয়ে পড়েছে।নতুন নেতৃত্ব আশাহত হয়ে পড়েছেন দীর্ঘদিন পর যুবলীগের বর্ধিত সভাকে ঘিরে সাবেক ছাত্রলীগসহ বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
আজ রবিবার (১৫ জানুয়ারী) সকালে যুবলীগের বর্ধিত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সুভাষ চন্দ্র হালদার।বিশেষ উপস্থিত হিসাবে থাকবেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বদিউল আলম বদির,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক মো.গোলাম কিবরিয়া শামীম,কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. আব্দুল্লাহ আল মামুম মিঠু। আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের তালতলী উপজেলা শাখার সভাপতি মো.রেজবীউল কবির জোমাদ্দার ও
সাধারণ সম্পাদক মো.তৌফিউজ্জামান তনু।জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন প্রমুখ।
তালতলী উপজেলা যুবলীগের আহ্বায়ক জনাব মো. মারুফ রায়হান তপু বলেন,আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে যুবলীগকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যুবলীগের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। বর্ধিত সভা ও কেন্দ্রীয় নেতাদের এ সফরের উদ্দেশ্য তৃণমূল বা ওয়ার্ড পর্যায়ে যুবলীগের পরিচ্ছন্ন নেতাদের তুলে আনা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে হবে।