মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার সারিয়াকান্দি এলাকার চরাঞ্চলে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুয়েট-৮৮ ব্যাচের উদ্যোগে যমুনা চরের দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করে ডু সামথিং ফাউন্ডেশন। রোববার দুপুরে ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. নাজমুল ইসলামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু করা হয়।দেশের বিভিন্ন প্রান্তে গরীব,অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ সহ ছিন্নমূল পথশিশুদের মাঝে ডু সামথিং ফাউন্ডেশন শীতবস্ত্র প্রদান করে আসছে তারই ধারাবাহিকতায় সারিয়াকান্দি উপজেলার শেরপুর এলাকার হতদরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ। এসময় ডু সামথিং ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
ডু সামথিং ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. নাজমুল ইসলাম জানান, সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের পথচলা। সপ্নের ভবিষ্যৎ নির্মানে আমরা বদ্ধ পরিকর।