1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

Translate in

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য মামলায় ১ জনের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ বার দেখা হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন রায় দিয়েছে আদালত।
জানা যায়,ঠাকুরগাঁওয়ে মোঃওমর ফারুক ওরফে ফারুক(২৮)নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।তবে একইসঙ্গে ২ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন আদালত।১৬ ই জানুয়ারী ২০২৩ দুপুরে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ দায়রা জজ মামুনুর রশিদ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ও ১৪ (গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করে।আর এ মামলায় অপর আসামি মোঃ রবিউল ইসলামকে খালাস দেওয়া হয়।

বিবরণে জানা যায়,২০২০ সালের ২৬ আগষ্ট রানীশংকৈল উপজেলার কনরাইট (কুমোরগঞ্জ) বাজারে পুলিশের এসআই মোঃখাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।এ সময় পুলিশ জানতে পারে পাশ্বর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মোঃওমর ফারুক ওরফে ফারুক(২৮)অটো চার্জারযোগে মাদকদ্রব্য বহন করছেন।পরে রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের সামনে সন্দেহাতিতভাবে একটি অটোচার্জারকে আটক করা হয়। সেখানে একটি জারকিনের ভেতরে বিশেষ কৌশলে থাকা ১৮৯ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুককে গ্রেফতার করে পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদে মামলার অপর আসামি রানীশংকৈল উপজেলার জগদল (নদীবস্তি) গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে মো. রবিউল ইসলামের নিকট ক্রয় করে নিয়ে এসেছেন বলে জানায়। পরে তাকে ফেনসিডিলসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাড. শেখর কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন মামলার দীর্ঘ তদন্ত শেষে মোঃওমর ফারুক ওরফে ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতে সত্যতা সন্তোষজনকভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ জজ এবং অপর আসামি মো. রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০