কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ড এর উদ্যোগে ২নং সেক্টর মুক্তিযোদ্ধা পূনর্মিলনী উৎসব এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২১জানুয়ারি শনিবার সকালে নগরীর কুমিল্লা ক্লাবে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আলম, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের, সিটি মেয়র আরফানুল হক,সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক বাহার রেজা,অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেনসহ জেলার বীরমুক্তিযোদ্ধারাসহ অন্যান্যরা। অনুষ্ঠানের শেষে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Notifications