1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

Translate in

কুমিল্লায় হলদে বর্ণিল আভায় গৃহহীনদের বরণের আবাসনের উদ্বোধন অপেক্ষায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা আবাসনচারিদিকে ফসলী মাঠ, মাঝ খানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভূমিহীনদের আপন ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আবাসন।
একই সারিতে ৪০টি আবাসনের সামনের ফসলী মাঠে শীতের হিমেল হাওয়ায় দুলছে সরিষার হলদে ফুল। বিশাল মাঠ জুড়ে সরিষা ফুলের মোহনীয় রূপের সাথে বাড়তি মাত্রা যোগ করছে আশ্রয়ণ প্রকল্পে আবাসনের নির্ধারিত লাল রংয়ের টিনের ঢেউ।
মনমুগ্ধকর এমন আবাসনের ঠিকানা পাওয়া গেছে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি গ্রামে।হলদে বর্ণিল আভায় গৃহহীনদের বরণের অপেক্ষায় আবাসনওই গ্রামে একই সাথে ৪০টি গৃহ নির্মাণের উদ্যোগ নিয়ে ইতিমধ্যে ১৮টি ঘরের কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি ২২টি ঘরের মধ্যে কোনটির রংয়ের কাজ, কোনটির নির্মাণ কাজ চলছে। আগামী এক দেড় মাসের মধ্যেই সবগুলোর কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের আপন ঠিকানার উদ্বোধন করবেন।গত ২৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অপর্ণা বৈদ্য বিভিন্ন আশ্রয় প্রকল্প পরিদর্শণ করতে গিয়ে চান্দিনার ভোমরকান্দি গ্রামের এমন মনমুগ্ধকর পরিবেশ দেখে আবাসন প্রকল্পের সামনে সরিষা ক্ষেতে ক্যামেরাবন্দি হতে ভুল করেননি কেউ।পাশের পাকা সড়কে যাতায়াত করা ভ্রমন পিপাসু থেকে সাংস্কৃতিকমনা এমনকি প্রেমিক হৃদয়ের মানুষ কিছুক্ষণের জন্য থমকে যান। তাদের চোখে মুখে যেন ভাসে কবিদের বিখ্যাত যত উক্তি। পল্লী কবি জসিম উদ্দিন এর লেখা কবিতাংশের কথা মনে করিয়ে দেয়- ‘ঘুম হতে আজ জেগেই দেখি শিশির-ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমরা মিঠেল রোদে হাসে।আবার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই,সরষে ফুলের পাঁপড়ি নাড়ি ডাকছে মোরে তাই’।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের ৩য় ও ৪র্থ পর্যায়ে নির্মিত আবাসনে ঠাঁই দিবেন গৃহহীনদের। সেই সাথে যুক্ত হবে চান্দিনার আরও ৮১টি গৃহহীন পরিবার। তাদের বরণ করে নিতে তৃতীয় পর্যায়ের ৩১টি ও চতুর্থ পর্যায়ের ৫০টি নতুন গৃহ প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যায় ২ লক্ষ ৫৯ হাজার ৫শ টাকা।চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, এ পর্যায়ের চান্দিনার যতগুলো ঘর নির্মাণ করা হয়েছে তার অধিকাংশই ভাল জায়গায়। শীতের এ মৌসুমে ভোমরকান্দির আবাসনগুলো আসলেই নয়ন জুড়ায়। সবগুলো ঘর সঠিক মানে নির্মাণ কাজে আমরা কঠোর ভাবে তদারকি করছি। আশাকরি যথা সময়েই আমাদের সবগুলো ঘরের কাজ নির্মাণ শেষ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০