এইচ এম সাগর (হিরামন)খুলনা
বিপুল উৎসাহ-উদ্দীপন,সাজ সাজ রব ও আলোকসজ্জার মধ্যে দিয়ে পালিত হলো যুবলীগের সম্মেলন।
দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হলো খুলনা জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। খুলনা জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামালের সভাপতিত্বে ও নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। তিনি বলেন,আগামী দিনে বিএনপি-জামায়াতকে রাজপথে নামতে দেব না। ১০ ডিসেম্বর বিএনপি আল্টিমেটাম দিয়েছিল ১১ ডিসেম্বর তারেক জিয়া দেশে আসবে। আর্জেন্টিনার মতো ফুটবলের কিক দিয়ে তাদেরকে পরাজিত করেছি। ২০২৪ সালে ভোট দিয়ে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। পদ্মার এপারে বিএনপি-জামায়াতকে রাজপথে নামতে দেওয়া হবে না। ওরা আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির নানাবিধ সমালোচনা তুলে ধরেন উপস্থিত বিভিন্ন বক্তারা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের পূর্বে দুপুর ১২টার দিকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার,খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু,সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী,যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল,সাংগঠনিক সম্পাদক সুমাইয়া অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ,খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ সহ আরো অনেকে। মঙ্গলবার রাতে সম্মেলনের দ্বিতীয় পর্বে খুলনা মহানগর ও জেলা যুবলীগের কমিটি ঘোষণার কথা রয়েছে।
Notifications