1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

Translate in

দেবিদ্বারে ইটভাটার ট্রাক্টরে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে ইটভাটার মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহীম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের ভাই ভাই ব্রিকস সংলগ্ন মাটির টিলার নিচে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার অটোচালক মো.আবদুল আলিম মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইব্রাহীম খেলার ছলে মাটি বোঝাই ট্রাক্টরের পিছনে ওঠে। পরে ট্রাক্টর চালক মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে ভাটার মাটির টিলার উপরে উঠতে চাইলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে শিশু ইব্রাহীমের মাথা ও পেটের ওপর দিয়ে চাকা চলে যায়, এতে ঘটনাস্থলেই শিশু ইব্রাহীমের মৃত্যু হয়। অভিযোগ রয়েছে,ইট ভাটার মালিকের অবহেলায় গত কয়েক মাস আগে ইট ভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বিষয়টি প্রভাবশালীর সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপ দেওয়া হয়। শিশু ইব্রাহীমের মৃত্যুর বিষয়টিও একটি চক্রের সহযোগিতায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
শিশু ইব্রাহিমের মা ইয়াসমিন আক্তার জানান, বাড়িতে ওষুধ খেয়ে কখন মাটির ট্রাক্টরের ওপরে উঠল দেখিনি,আমি তো বাড়িতে কাজ করছিলাম। থানায় অভিযোগ দিয়ে কি হবে আমার ছেলে তো আর ফিরে আসবে না।
ভাই ভাই ইটভাটার মালিক মোহনপুর ইউপি চেয়ারম্যান মো.ময়নাল হোসেন মনির বলেন,মাটি কেরিং করার সময় ওই শিশুটি খেলার ছলে ট্রাক্টরের পিছনে ওঠে। ট্রাক্টরটি যখন মাটি নামানোর জন্য টিলার ওপরে উঠে তখনই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে পিছনে থাকা ইব্রামি ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, নিহত ইব্রাহীমের বাবাসহ তার আত্মীয় স্বজনরা থানায় এসেছেন,ঘটনাস্থলে পুলিশ আছে,তবে তার স্বজনরা থানায় অভিযোগ দিতে অপারগতা প্রকাশ করায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০