1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

Translate in

গোবিন্দগঞ্জে সেফটি ট্যাঙ্ক ধ্বসে শ্রমিকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২১৪ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে উপজেলার তরফমনু গ্রামে সেফটি ট্যাংকের কূপ খননের সময় পাশের পুরাতন একটি সেফটি ট্যাংক ধ্বসে পড়ে শাহারুল ইসলাম (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে ।
আজ ৩১ জানুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের তরফমনু গ্রামে এ ঘটনা ঘটেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ২ ঘন্টা ধরে উদ্ধার অভিযান পরিচালনা করে ময়লা পানি ও কাঁদা মাটির মধ্যে আটকা পড়া অবস্থায় বিকেল ৫টার দিকে তার মরদেহটি উদ্ধার করে।  নিহত শাহারুল ইসলাম (২২) কাইয়াগঞ্জ এলাকার আজিজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শাহারুল ইসলাম একই গ্রামের সিপনের বাড়ীতে কুপ খননের কাজ করছিল। এ সময় পুরাতন কুপের পাশে নতুন একটি কুপ খননকালে পুরাতন কুটির ময়লা, কাদা ও মাটিসহ তার উপর ধসে পড়ে। এতে সে ময়লা ও কাঁদা পানির নিচে চাপা পড়ে। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার এ বিষয়টি নিশ্চিত করে জানান, শাহারুল একটি পুরাতন কুপের পাশে আর একটি নতুন কুপ খনন করার সময় সেফটি ট্যাংক ধ্বসে পড়ে সেখানে মাটি ও কাঁদা পানিতে আটকা পরে। প্রায় ২ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন এমন খবরে উক্ত ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলামসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০