1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

অরুনিমা রিসোর্ট যেন পাখিদের অভয়ারণ্যে 

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯২ বার দেখা হয়েছে

শিম্পা খাতুন,খুলনা

অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব যা অরুনিমা ইকো রিসোর্ট নামেও পরিচিত। নড়াইল জেলার নড়াগাতির পানিপাড়া গ্রামে এটি অবস্থিত। ৫০ একর জমি নিয়ে এর অবস্থান।অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব এখন অতিথি পাখির কলকাকলিতে মুখরিত। পর্যটকরা অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবকে পাখি মেলাস্থল হিসেবে অভিহিত করেছেন। রিসোর্টে অবস্থিত সবুজ গাছ-গাছালিতে সারা বছরই বিভিন্ন প্রজাতির অতিথি পাখি বসতে দেখা যায়। শীতকালে বিদেশী বিভিন্ন প্রজাতির অগনিত পাখির  আগমন ঘটে এখানে। শীত মওসুমের বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ রিসোর্টের গাছে পাখি পড়ার দৃশ্য ও পাখির কিচির মিচির শব্দ  দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শকদের মোহিত করে। রিসের্টের বিশাল আয়তনের পুকুরের মাঝখানে নির্মিত বোট আইল্যান্ডের উপর দাঁড়িয়ে পাখিপ্রেমীরা বিভিন্ন দিক থেকে উড়ে আসা অতিথি পাখির দৃশ্য উপভোগ করে থাকেন। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত অতিথি পাখির কোলাহল থাকে এখানে। প্রায় প্রত্যেক দিন ঢাকা, খুলনা,ফরিদপুর,যশোরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন। মাঝেমধ্যে বিদেশী পর্যটকরা এখানে আসেন বলে জানালেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ। প্রাকৃতিক রিসোর্ট কর্তৃপক্ষের বিশেষ নজরদারির কারণে পাখি শিকার বা পাখিদের প্রতি বিরুপ আচরণ বন্ধ থাকায় এ রিসোর্টের গাছপালা এখন পাখিদের দখলে। খাদ্যের সন্ধানে সকালে বেরিয়ে পড়া পাখিগুলো বিকেল ৫টা থেকে ডানা মেলে এখানে আসতে থাকে। আকাশে ডানা মেলে বিভিন্ন প্রজাতির পাখি ছুটে এসে রিসোর্টের ভিতরকার গাছপালার ডালে বসা দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। সন্ধ্যা লাগার আগ মূহুর্তে গাছের ডালে পাখি ছাড়া আর কিছুই দেখা যায় না। পাখি ও প্রকৃতি প্রেমিক অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য খবির উদ্দিন আহমেদ জানান,২০১০ সালে দেশের সেরা রিসোর্ট গুলের মধ্যে প্রতিযোগিতায় অরুনিমা রিসোর্ট প্রথম হয়। এখানে সময় কাটানোর জন্য আছে গলফ, টেনিস, টেবিল টেনিস, দাবা, লুডু, ব্যাডমিন্টন, বাস্কেট বল প্রভৃতি খেলার ব্যবস্থা। বিনোদনের জন্য রয়েছে কয়েক প্রকারের নৌকা, ঘোড়ার গাড়ী প্রভৃতি। ছোট বড় অসংখ্য পুকুর আছে এখানে। একটি বড় লেক আছে। লেকের পাড়ে বসার জন্য রয়েছে বেঞ্চ ও গাছে ঝোলানো দোলনা। লেকের উপর রয়েছে ৪টি বাঁশের সেতু। এই লেকের মাঝে রয়েছে একটি কৃত্তিম দ্বীপ যেখানে রয়েছে রেস্টুরেন্ট, কটেজ ও কনফারেন্স রুম। কনফারেন্স রুম গুলোতে এক সঙ্গে ২শত হতে ৭শত মানুষ বসতে পারে। বড় অনুষ্ঠান আযোজনের জন্য সকল সুযোগ সুবিধাই আছে এখানে। অধিবাসী তথা কর্মব্যস্ত মানুষ বিশেষ করে মহিলা ও শিশুরা এখানে ঘুরতে এসে প্রাকৃতিক পরিবেশের সবটুকু আনন্দ পেয়ে থাকেন। এ রিসোর্টে রয়েছে বড় বড় কয়েকটি পুকুর। পুকুর ভরা রয়েছে দেশী প্রজাতির মাছ। পুকুর বা জলাশয়ে ভেসে থাকা বিশাল আকৃতির মাছগুলোও পর্যটকদের আকর্ষণ করে। পরিবারের সদস্য কিংবা স্বজনদের নিয়ে দীঘি আকৃতির পুকুরের এ প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ানোর জন্য জন্য রয়েছে সাম্পানের ন্যায় তৈরি নৌকা। রিসোর্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মৎস্য শিকারীরা মাঝে-মধ্যে মাছ শিকার করে থাকেন এখানকার পুকুরে। রয়েছে সুইমিং পুল ও ঝুলন্ত সেতু। পর্যটকদের ক্লান্তি দূর করতে নৈসর্গিক রিসোর্টের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে মনোমুগ্ধকর ফুলের গাছ ও ফলদ বৃক্ষ।গোলাপ,বেলিসহ বিভিন্ন প্রজাতির ফুলের এবং বিভিন্ন প্রজাতির ফলের সুরভিত ঘ্রাণ রিসোর্টের পরিমন্ডল ছাড়িয়ে আশপাশের গ্রামে প্রত্যহ প্রবেশ করছে। এখানে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আপন মনে ঘুরাঘুরি করে থাকে।আমাদের দেশের মানুষের মতো পাখিরাও অতিথি পরায়ন। শীতের শুরুতে বিদেশী পাখিরা রিসোর্টে আসতে শুরু করলে দেশী প্রজাতির পাখিরা তাদেরকে জায়গা ছেড়ে দেয়। আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ  ট্যুরিজমের উপযোগী করা হলে এদেশে বিদেশী পর্যটকদের আগমন আরো বাড়বে। দূর-দূরান্তের পর্যটকদের জন্য রয়েছে রিসোর্ট অভ্যন্তরে খাওয়া ও রাত্রিযাপনের জন্য সুন্দর ব্যবস্থা আছে এখানে। এস এম সুলতান হল, রয়েল কজেট, মধুমতি নবগঙ্গা কটেজ ও দ্বীপ কটেজ ইত্যাদি। দিনরাত সার্বক্ষণিক রয়েছে জোরদার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা।সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত একজন উর্দ্ধতন কর্মকর্তা হওয়া সত্ত্বেও সব শ্রেণী পেশার মানুষকে আনন্দ-বিনোদন দিতে শহুরে জীবন ছেড়ে অধিকাংশ সময় এখানে কাটান তিনি।তার রিসোর্ট ও গলফ ক্লাবে এসে মানুষ আনন্দ পেলে তিনিও আনন্দ পান বলে জানান সদা হাস্যোজ্জ্বল অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের কর্ণধার খবির উদ্দিন। মায়ের সঙ্গে ঘুরতে আসা নামিরা বলে,মায়ের সঙ্গে বেড়াতে এসেছি। মায়ের সঙ্গে ঘুরে ঘুরে দেখেছি। নৌকা,নাগরদোলা ও ঘোড়ায় চড়েছি। সেলফি ও ছবি তুলেছি। খুব মজা করেছি।পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থী ফারজানা বলেন, সারাবছর সময় পাইনা। তাছাড়া বাড়ির কাছে এত সুন্দর একটি পার্ক। তাই না এসে থাকতে পারলাম না।ছেলেমেয়েদের নিয়ে বেড়াতে এসেছি। বেশ ভাল লাগছে।
যশোর থেকে আসা মোঃ সোয়াইল জানান,এই প্রথম বন্ধুদের নিয়ে পার্কে এসেছি। পার্কে দেশি-বিদেশি পাখির কিচির মিচির ডাক সত্যিই দারুণ। সবমিলিয়ে দেখা যায় আনন্দ উপভোগ করার মত অরুনিমাতে সবকিছুই রয়েছে।
ঢাকা থেকে ঘুরতে আসা রৌদ্র জানান,অরুনিমা রিসোর্ট হচ্ছে একের ভিতর শত অনুসঙ্গের সমাহার। পাখির টানে তিনি এখানে রাজধানী ঢাকা থেকে ছুটে এসেছেন। এটি তার দ্বিতীয়বার আসা।এখানকার প্রাকৃতিক অপরুপ দৃশ্য দেখার মতো। বিকেলে গাছ-গাছালির ডাল-পালায় সারিবদ্ধভাবে পাখি পড়ার দৃশ্য তাকে বারবার আকর্ষণ করে বলে তিনি জানান। নড়াইলের নড়াগাতি থানার অরুনিমা রিসোর্ট গল্ফ ক্লাবের অভ্যর্থক মোঃ শামীম সিকদার রানা বলেন, বাংলাদেশের একমাত্র কৃষি পর্যটন কেন্দ্রটি বর্তমানে পাখিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এখানে পাখি থাকার প্রধান কারণ পাখিরা নিরাপদে অবস্থান করতে পারে এবং কেউ শিকার করতে পারে না। তাই প্রতিবছরই পাখির সংখ্যা বাড়ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০