1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

Translate in

আদমদীঘিতে পুলিশের বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড!!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে

মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ার আদমদীঘিতে পুলিশের বাধায় সদর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি পণ্ড হয়ে হয়েছে বলে জানা যায়। উপজেলার বিএনপি নেতাদের দাবি,পুলিশ তাঁদের কর্মসূচি পালন করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ায় কর্মসূচি পালন করা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপজেলা সদরে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে বিদ্যাবিথী বিদ্যালয়ের সামনে পৌঁছালে আদমদীঘি থানা–পুলিশের একটি দল পদযাত্রায় বাধা দেন। পরে বিএনপি নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ দিকে উপজেলার কোনো ইউনিয়নে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন হয়নি। সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার জুয়েল বলেন, পুলিশের অনুমতি না পাওয়ায় কর্মসূচি পালন করা যায়নি।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা পদযাত্রা কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন,বগুড়া-নওগাঁ সড়কে যানজট এড়াতে পদযাত্রা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে মাত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০