এইচ এম সাগর হিরামন খুলনা ব্যুরো
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে আধুনিকমানের গবেষণা ল্যাব উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের তৃতীয় তলায় স্থাপিত এ ল্যাবের নাম দেওয়া হয়েছে সোসাল রিসার্চ ল্যাব। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে স্থাপিত এ ল্যাবে জিরোক্লায়েন্ট পদ্ধতিতে ৩টি সার্ভার স্টেশনসহ ৪৬টি ওয়ার্কস্টেশন রয়েছে। এছাড়া বহুমুখী ব্যবহারযোগ্য ইন্টারেক্টিভ হোয়াইটবোর্ড, ডাটা অ্যানালাসিসের জন্য আধুনিক ভার্সনের সফটওয়্যার রয়েছে। ব্রান্ডেড ইকুইপ্টমেন্ট সমৃদ্ধ ল্যাবটি এখন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অন্যতম রিসোর্স। গবেষণা ত্বরান্বিত করাসহ শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত বিশ্লেষণে এ ল্যাবটি প্রভূত উপকারে আসবে। এছাড়া শিক্ষা ও প্রশিক্ষণে বহুমূখী কাজে ব্যবহার করা যাবে এ ল্যাবটি।
রোববার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে ফিতাকেটে এ ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি ল্যাবটি ঘুরে দেখেন। এর আগে ল্যাবটি উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,খুলনা বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টিতে নানামুখী প্রচেষ্টা নেওয়া হচ্ছে। এর মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণা মনস্কতা বৃদ্ধিতে গবেষণা প্রকল্পে বরাদ্দ, শিক্ষার্থীদের জন্য গবেষণা সহায়তা বৃদ্ধি করা হয়েছে। গবেষকদের জন্য হাইইম্পাক্ট জার্নালে নিবন্ধ প্রকাশে প্রণোদনা দেয়া হচ্ছে। প্রত্যেক ডিসিপ্লিনে স্মার্ট কøাসরুম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ডিসিপ্লিনে স্মার্ট ক্লাসরুম তৈরির কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ডিসিপ্লিনেও এ সুবিধা সৃষ্টি করা হবে।##