1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

Translate in

খুলনা রুপসা ইজারা দরপত্র নিয়ে কেসিসি ও জেলা পরিষদ মুখোমুখি!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

এইচএম সাগর হিরামন খুলনা ব‍্যুরো

খুলনা রূপসা খেয়া ঘাট ইজারা নিয়ে ফের মুখোমুখি হলো খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও খুলনা জেলা পরিষদ। কেসিসির নিয়ন্ত্রণে থাকা ঘাটটি ইজারা দিতে গত ১২ ফেব্রুয়ারি দরপত্র প্রকাশ করেছে জেলা পরিষদ। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কেসিসি কর্মকর্তারা।
এদিকে বিজ্ঞপ্তি প্রকাশের সংবাদ জানতে পেরে গতকাল মঙ্গলবার দুপুরে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মৌখিকভাবে জেলা পরিষদের প্রধান নির্বাহীকে ডেকে পাঠান। পরে বিকালে এ ঘটনাকে‘আপত্তিকর ও নিন্দনীয়’উল্লেখ করে গণমাধ্যমে পাঠিয়েছে বিবৃতি কেসিসি।
তবে জেলা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে,আইনত রূপসা ঘাটের মালিকানা জেলা পরিষদের। মামলার কারণে ঘাটটি কেসিসি পরিচালনা করতো। আদালত থেকে তারা রায় পেয়ে ঘাট ইজারার দরপত্র আহ্বান করেছে।
এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর নগরীর ডাকবাংলো মোড়ে জেলা পরিষদের নির্মাণাধীন মার্কেটে তালা ঝুলিয়ে দেয় কেসিসি। পরে দুই পক্ষ কয়েক দফা বসে বিষয়টি নিষ্পত্তি করে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে দুই সংস্থার মধ্যে ফের টানাপোড়েন শুরু হলো। জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি নিজেদের মালিকানাধীন ১৬টি ঘাট ইজারার দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা পরিষদ। সোমবার বিজ্ঞপ্তিটি বিভিন্ন দৈনিক প্রকাশিত হয়। বিজ্ঞপ্তির ১৫ নম্বর রূপসা খেয়া ঘাট ইজারার তথ্য উল্লেখ রয়েছে। ঘাটটি বর্তমানে কেসিসি পরিচালনা করছে। এ অবস্থায় জেলা পরিষদের বিজ্ঞপ্তি থেকে তারা ক্ষুব্ধ ও মুখোমুখি হয়ে ওঠে।
কেসিসির বৈষয়িক কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, রূপসা ঘাটে ফেরী চলাচল বন্ধ হওয়ার পর ২০০৫ সালের ১২ জুন সড়ক ও জনপথ বিভাগ রূপসা ঘাটটি কেসিসি’র কাছে হস্তান্তর করে। সেই থেকে কেসিসি ঘাটটি পরিচালনার পাশাপাশি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করে আসছে। হঠাৎ করে জেলা পরিষদের‘খেয়াঘাট ইজারার দরপত্র বিজ্ঞপ্তি’তে রূপসা খেয়া ঘাটের নাম দেখে সবাই অবাক। বিষয়টি প্রকাশ হওয়ার পর কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমানকে তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে দুই পক্ষ কাগজপত্র নিয়ে বসলে বিষয়টির কোনো সুরাহা হয়নি। পরে বিকালে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় কেসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা পরিষদের বিজ্ঞপ্তিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রূপসা খেয়াঘাটের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যা আপত্তিকর ও নিন্দনীয়। দরপত্রের ১৫নং ক্রমিকে উল্লিখিত ‘রূপসা খেয়াঘাট’-এর বিপরীতে কোন প্রকার দরপত্র দাখিল/অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য কেসিসি কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছে।
এ বিষয়ে খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান জানান,রূপসাসহ সব ঘাটের মালিকানা জেলা পরিষদের ছিল। পরে সড়ক বিভাগ ঘাটটি পরিচালনা করতে গেলে জেলা পরিষদ মামলা করে। সম্প্রতি এ মামলার নিষ্পত্তি হয়। এতে ঘাটের মালিকানা জেলা পরিষদ ফিরে পেয়েছে। এ জন্য এবার দরপত্র আহ্বান করা হয়েছে।
তবে কেসিসির বৈষয়িক কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান,এ ধরনের কোনো মামলার কথা আমার জানা নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তান্তরিত ঘাট পরিচালনা নীতিমালা অনুযায়ী ঘাট পরিচালনা করছে কেসিসি,অর্ধেক রাজস্ব পাচ্ছে রূপসা উপজেলা পরিষদ। প্রসঙ্গত,খুলনার সব খেয়াঘাটের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ রাজস্ব আয় রূপসা খেয়া ঘাট থেকে। সর্বশেষ অর্থ বছরে ঘাট থেকে কেসিসি রাজস্ব আয় হয়েছিলো ৬৫ লাখ টাকা। অবশ্য জেলা পরিষদের বিজ্ঞপ্তিতে ঘাটের ইজারা মূল্য ধরা হয়েছে ৭৯ লাখ ২০ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০