1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

Translate in

কুমিল্লা সদর দক্ষিণে ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৪শ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর জননী পাশ্বেল সার্ভিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতাররা হলেন কামাল হোসেনের স্ত্রী লায়লা বেগম (২৮) ও মৃত মো. সফির ছেলে মো.হারুন (২৯)। তারা রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের অধিবাসী।
ওসি দেবাশীষ চৌধুরী জানান, সদর দক্ষিণ থানার এসআই শাহীনুর ইসলাম এবং এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে লায়লা ও মো.হারুনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার দুজনের কাছ থেকে ছোট পলি প্যাকের মধ্যে ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা কক্সবাজার থেকে এই মাদক প্রায় সময় দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০