1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

Translate in

ময়মনসিংহে রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে বায়ু দূষণ করায় জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে বায়ু দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করায় সরকারি হাসপাতাল ও রেস্টুরেন্টে জরিমানা করা হয়েছে।
রোববার বিকালে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক দিলরুবা আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়,রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে বায়ু দূষণ করার অপরাধে বায়ু দূষণ(নিয়ন্ত্রন) আইনে ৭ জন ব্যক্তিকে,বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা আইনে ১ টি রেস্টুরেন্ট এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত না করায় চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ)আইনে ২টি হাসপাতালকে মোট এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চরপাড়া শাহীন ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাস্পাতালকে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক দিলরুবা আহমেদ বলেন,এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর,ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক রুবেল মাহমুদ,ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০