1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

Translate in

নওগাঁর সাপাহারে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ বার দেখা হয়েছে

এনামুল হক,(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি পক্ষ হতে,উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠন,সাপাহার প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারী,বে-সরকারী,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল,
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন,প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী,কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি,জেলা পরিষদ সদস্য ও সৃষ্টি একাডেমী প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা প্রমূখ।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০