1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

Translate in

বিশ্ব নারী দিবসে পলাশবাড়ীতে ও বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা

শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা,ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল এ দিবসটি উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পলাশবাড়ী টাউন হলে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি অফিসার ফাতেমা জান্নাত মিশু,প্রানী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, মহিলা কলেজের সহকারি অধ্যাপক তাহমিনা বেগম, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টার ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াছমিন ঝনু,শিক্ষক মিজানুর রহমান মিজান, নারী নেত্রী শিখা আকতার লিপি ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,নারী সংগঠনের নেত্রীরাসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরচিালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ বেগম।
বক্তারা, নারীদের সংসারের পাশাপাশি কর্মমূখি জ্ঞান অর্জনে প্রশিক্ষণ নিয়ে টিম ওয়ারি উদ্যোগ গ্রহনের আহবান জানান এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সাবলম্বী হতে সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০