1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

Translate in

মোহনপুরে তিন দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলা শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে
  • মো.আলাউদ্দীন মন্ডল রাজশাহী

চাষাবাদে আধুনিকায়ণ, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষ্যে মোহনপুর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।১৪ মার্চ মঙ্গলবার বেলা ১১ টা ৪৫ মিনিট এ উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো.আয়েন উদ্দিন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা: মোস্তাকিমা খাতুন।উপজেলা কৃষি অফিসার মোস্তাকিমা খাতুন জানান, মোহনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় ১৫টি স্টল অংশগ্রহণ করেছে। প্রযুক্তির সাথে কৃষকদের মেলবন্ধন তৈরীতে এই মেলা ভূমিকা রাখবে।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি প্রিয়াংকা দাশ, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, কৃষি সম্প্রসারণ অফিসার এম এ মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি মহসিন মোল্লা, সম্পাদক আলী হাসানসহ উপজেলার বিভিন্ন প্রান্ত হতে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০