দেবীদ্বার উপজেলা প্রতিনিধি
সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দেবীদ্বারে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও ৫৩ তম জাতীয় দিবস।
২৬ মার্চ রোববার সকালে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে কুমিল্লা- ৪ দেবীদ্বারের সাংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপির প্রধান অতিথির উপস্থিতিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর,উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম,জেলা উত্তর মহিলা আ’লীগের সভাপতি শিরিন সুলতানা, জেলা পরিষদ সদস্য ভিপি বাবুল,উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু।
এ সময় অনুষ্ঠানে উপস্থিতি অতিথিগন স্বাধীনতা ও মহান জাতীয় দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং বক্তব্য শেষে অতিথিদের মাঝে ক্রেস্ট সন্মানা বিতরনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।