রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদসহ সাত নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৩টায় মহানগরীর সাগরপাড়া মোড় ও রানীবাজারে পুলিশ লাঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে।
বিএনপির যুগ্মসচিব হারুন অর রশিদ বলেন,‘পুলিশ তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে। সাগরপাড়ায় কর্মসূচি পালনকালে বিএনপির কর্মীদের ওপর লাঠিচার্জ করে ব্যানার কেড়ে নেয়। সেখান থেকে মিছিল নিয়ে ভুবন মোহন পার্কের দিকে গেলে রাণীবাজারে আরেক দফা লাঠিচার্জ করে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু দাবি করেন,তাদের শতাধিক কর্মীকে মারপিট এবং অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান,ভুবন মোহনপার্কে মহানগর বিএনপি অনুমতি নিয়ে কর্মসূচি পালন করেছে। সেখানে কোনো বাধা দেওয়া হয়নি। সাগরপাড়া ও রানীবাজারে অনুমতি ছাড়াই জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করে। নিষেধ করলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয় এবং সরকারি কাজে বাধা দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সাত নেতাকে আটক করা হয়েছে।
Notifications