1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

Translate in

দেবীদ্বারে সংঘবদ্ধ ধর্ষণ দায়ী ব্যক্তিদের আইনগত ব্যবস্থা নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২২৩ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যার পর ধর্ষকদের বাঁচাতে দেড় লক্ষ টাকা জরিমানার রায়ে সমাধান। প্রভাবশালীদের চাপে স্বজনরা আইনের আশ্রয় নিতে পারছেন না’-এমন সংবাদে উদ্বেগ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সরকারের এই সংস্থাটি মনে করে, আইনের আশ্রয় লাভের অধিকার সাংবিধানিক অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করার প্রচেষ্টা মানবাধিকারের লঙ্ঘন। কুমিল্লার পুলিশ সুপারকে দায়ী ব্যক্তিদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে বলেছে সংস্থাটি। পরবর্তীতে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রোববার (২ এপ্রিল) কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যা চাপের মুখে দেড় লাখে মীমাংসা! এ বিষয়ে গণমাধ্যমের সংবাদের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। গত ২৭ মার্চ কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক তরুণী আত্মহত্যা করেছেন। নির্যাতনের শিকার নারীর আত্মহত্যার পর প্রভাবশালী মহল ধর্ষকদের বাঁচাতে সামাজিক সালিশের নামে ঘটনার মীমাংসার চেষ্টা করে। তারা সালিশে গণধর্ষণের সঙ্গে জড়িত ৩ ধর্ষককে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় সালিশে উপস্থিত ছিলেন ‘শাহজাহান ফিসিং নেট ইন্ডাস্ট্রির মালিক শাহজাহান মেম্বার, গোলাম মোস্তফা, রেনু মাস্টার, রফিক মিয়া, তাজেল মিয়া, ইব্রাহীম মিয়া প্রমুখ। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বলেন,মানবাধিকার কমিশনের কোনো চিঠি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। তবে ঘটনাটি বিভিন্ন মাধ্যমে জানার পর আমি নিজেই ব্যক্তিগতভাবে দেবীদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপারকে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। পরবর্তীতে চিঠি পেলে আরও দুটি তদন্ত কমিটি গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০