1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

Translate in

পরকীয়ার অভিযোগে প্রবাসী যুবক ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে পরকীয়ার অভিযোগে বাহরাইন প্রবাসী যুবক ও এক গৃহবধূকে প্রায় ৯ঘন্টা গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাবরী মিয়ার বাড়িতে সংগঠিত ওই ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। স্থানীয়রা জানান, প্রায় ২/৩ বছর যাবৎ গৌরসার গ্রামের বাচ্চুমিয়ার পুত্র বাহরাইন প্রবাসী নূরুল হক(৪০) এর সাথে মোহাম্মদপুর গ্রামের আব্দুর রশিদ এর বাহরাইন প্রবাসী পুত্র মোহাম্মদ আলীর স্ত্রী রোকসানা (৩৮) বেগম’র পরকীয়া চলছে। মঙ্গলবার ভোররাত ৩টায় রোকসানা নুরুল হককে মোবাইল ফোনে ডেকে তার ঘরে আনে। নূরুল হক বাড়ি থেকে বের হলে তার বড় ভাই মো. এনামুল হক তাকে অনুসরন করে ওই বাড়ি আসেন এবং রোকসানার দাদাশ^শুর বাবরী মিয়াকে ডেকে এনে দু’জনকে ঘরে তালাবন্ধী করেন। পরে বাড়ির লোকজন এসে পরকিয়ায় আটক যুগলকে প্রায় ৯ ঘন্টা গাছের সাথে রশি দিয়ে বেঁধে শারিরীক নির্যাতন চালায়। ঘটনার পর স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সালিস করে, সালিসে রোকসানার প্রবাসী স্বামী বাড়ি আসলে তাদের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে মর্মে রোকসানাকে এক কাপড়ে বাবার বাড়িতে এবং নুরুল ইসলামকে তার ভাই ও স্বজনদের জিম্বায় ছেড়ে দেন। স্থানীয় ইউপি মেম্বার আবুল হোসেনের সভাপতিত্বে ওই সালিসে উভয় পক্ষের লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন, সালিসদার মোজাফ্ফর আহমদ, নজরুল ইসলাম, রমিজ উদ্দিন, সাদেক মিয়া, বাবরী মিয়া, অহিদ মিয়া, আজিজ খান, রঞ্জিত দে, মহিলা মেম্বার নাছিমা বেগম প্রমূখ।
এ ব্যপারে রোকসানা বলেন, নুরুর সাথে আমার ভাই বোনের সম্পর্ক ছিল, পরে আমাদের প্রেমের সম্পর্ক হয়। সে রাত ৩টায় এসে আমার ঘরের দরজা নক করলে তাকে ঘরে ঢুকতে দেই, এরই মধ্যে কিছু লোকজন এসে ঘরে তালা ঝুলিয়ে দেয়। সালিসে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়। নুরুল হক জানান, রোকসানা আমাকে বিদেশ থেকে প্রায় ৬ মাস পূর্বে ডেকে আনে। আমাদের কোর্ট মেরিজ হয়। গতরাতে আমাকে ফোনে ডেকে আনে। এ ব্যপারে ইউপি মেম্বার আবুল কালাম জানান, এ বিষয়ে সালিসে করার এখতিয়ার আমাদের নেই তাই যার যার বাবার বাড়িতে পাঠানো হয়েছে। রোকসানার স্বামী প্রবাস থেকে আসার পর এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে ওই ইউপির মহিলা মেম্বার নাছিমা বেগম বলেন, এটা অমানবিক কাজ করা হয়েছে। ১২ ঘন্টা তাদের উন্মূক্ত যায়গায় আটকে রেখে, এতোগুলো মানুষের সামনে গাছের সাথে কোমরে রশি বেঁধে নির্যাতন করার পর বলা হল, যার যার বাবার বাড়িতে চলে যাও। পুরুষ লোকটির ভাগ্যে যাই হোক কিন্তু মহিলার বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই এক কাপড়ে বিদায় করা হল। তার স্বামী দেশে আসলে বিচার হবে বলা হল, বিচারে রোকসানাকে তালাক দিলে তার দায়ভার নুরুকে বহন করতে হবে, এমন কোন সিদ্ধান্ত ছাড়াই। কাউকে দোষি সাভ্যস্তও করা হলনা। এটা ন্যায় বিচার হলনা। এ ব্যপারে দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর সন্ধ্যা সাড়ে ৭ টায় আজকালকার খবর জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে কোন অভিযোগ এখনো পাইনি, তবে যেহেতু বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি, তা খতিয়ে দেখবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০