সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে প্রভাবশালী আকন্দ ও প্রভাবশালী প্রামানিক গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গত তিনদিনে ১১ টি দোকান ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে৷
মামলা সুত্রে জানা যায়, সমাজ ভাগভাগি নিয়ে গত সোমবার (২৬ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১১ঘটিকার সময় উল্লাপাড়া উপজেলার সলপ ইউয়িনের গুপিনাথপুর বাজারে মিঠু বাহিনীর লোকেরা দোকানপাট ও বাড়িঘরে ভাংচুর, লুটপাট করে। এতে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করে ভুক্তভোগী।
গত মঙ্গলবার উল্লাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংবাদিক, এশিয়ান টিভি, আনন্দ টিভি ও মাই টিভি প্রতিনিধি ঘটনা পরিদর্শনে গেলে সাথে থাকা সাংবাদিক রিয়াজ আহমেদ হান্নান কে হত্যার হুমকি ও সাংবাদিকের বাড়িঘরে লাঠি ফালা নিয়ে ভাংচুর চালায়। এ ঘটনায় গোপিনাথপুর সিদ্দিক বাজারের মালিক বাদি হয়ে উল্লাপাড়া থানায় মামলা করলে গতরাত ২৮(জুলাই)তিনজন আসামীকে গ্রেফতার করা হয়।
আসামীরা হলেন,গোপিনাথপুর গ্রামের মোঃ মসলিম আকন্দ(৫৫) পিতা মৃত আব্দুস সাত্তার ( ছাতু), মোঃ মিজানুর রহমান (২৩), পিতা মসলিম আকন্দ ও ছরোয়ারদী আকন্দ, পিতা মৃত আব্দুস সালাম টেংরা।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানা পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় মামলার প্রেক্ষিতে ৩ জন আসামীকে আটক করে আজ বৃহস্পতিবার(২৯ জুলাই) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং বাকি আসামীদেরকে আটকের প্রক্রিয়া চলমান রয়েছে ।