1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ

Translate in

বটিয়াঘাটায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ভুট্টা চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৭৮ বার দেখা হয়েছে

এইচ এম সাগর হিরামন খুলনা ব‍্যুরো

ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় পতিত জমিতে ভুট্টা চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।
গতকাল শুক্রবার উপজেলার সুরখালী বিলে বিকাল ৪ টায় ভুট্টা চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বটিয়াঘাটার আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পিপিআই এবং আইসিটি উইং এর পরিচালক মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান,উপ-সহকারী কৃষি অফিসার সরদার আঃ মান্নান, অঞ্জন কুমার বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, দীপন কুমার হালদার,দিবানন্দ রায়, দীপংকর মন্ডল,কমলেশ রায়, পিন্টু মল্লীক,বিষাদ সিন্ধু, দ্রুব জ্যোতি সরকার, তরুন মজুমদার, রবেন্দ্রনাথ গাইন, আঃ হাই খান, ইউপি সদস্য এস এম ফরিদ রানা, স্থানীয় কৃষক মারুফ জমাদ্দার, আলম সরদার, আঃ মান্নান শেখ সহ এলাকার স্থানীয় কৃষক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোজ্যতেল হিসাবে খুলনার লবনাক্ত পতিত জমি সুর্যমূখি চাষ একটি সম্ভাবনাময় ফসল। সুর্যমূখি তেল কোলষ্টেরেল মুক্ত হওয়ায় অন্যন্য প্রচলিত ভোজ্যতেল অপেক্ষা উৎকৃষ্ট মানের ভোজ্যতেল হিসাবে পরিগনিত হয়। বর্তমান কৃষিবান্ধব সরকার ভোজ্যতেলের চাহিদা অভ্যন্তরীনভাবে   পুরনের উদ্দেশ্যে কৃষি সম্পসারন অধিদপ্তরের মাধ্যমে কৃষকদেরকে বিভিন্ন প্রদর্শনী ও প্রনোদনার মাধ্যমে কৃষকদেরকে উৎসাহীত করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পটি অনন্য ভুমিকা পালন করছে।
যে সমস্ত অঞ্চল এক ফসলি জমি হিসাবে পরিচিত ছিল সে সমস্ত অঞ্চল এখন দ্বি-ফসলী জমি হিসাবে সবার কাছে পরিচিত হচ্ছে। এ লক্ষ্যে পৌঁছাতে ইতিমধ্যে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের বিভাগীয় বিভিন্ন প্রকল্প,পুষ্টি প্রকল্প,বীজ ও বালাইনাশক সরবরাহকারী বিভিন্ন কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস। দুর্গম এ অঞ্চলে সূর্যমুখী, ভুট্টাচাষি কৃষক দল গঠন ও উৎপাদিত ভুট্টা/ সূর্যমুখী সঠিক মূল্যে বিক্রয়ের জন্য স্থানীয় পর্যায়ে কৃষক কন্ট্রাক্টর তৈরি, নতুন জাতের সূর্যমুখী/ ভুট্টার প্রদর্শনী প্লট স্থাপন, দলভুক্ত কৃষক আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সুষম সারের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান,বালাই দমনে কোয়ালিটি সমৃদ্ধ বালাইনাশক এবং হাইব্রিড জাতের বীজের সরবরাহ নিশ্চিতকরণের মতো কাজ করে যাচ্ছেন। ফলে কৃষকদের মধ্যে সূর্যমুখী ভুট্টা চাষের আগ্রহের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০