1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

Translate in

কুমিল্লায় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৭৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাচঁ ডাকাতকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। বরুড়া থানার লক্ষ্মীপুর শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ফাঁকা মাঠে চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ নারিন্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রেনু প্রকাশ নয়ন, ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোংকারা গ্রামের লতিফ এর ছেলে মোঃ জহিরুল ইসলাম জহির,পটুয়াখালী জেলার বাউফল থানার রায় তাঁতেরকাটি গ্রামের রতন তালুকদারের ছেলে খলিলুর রহমান,চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের রবের ছেলে কাউসার,দেবিদ্বার উপজেলার চুলহাস গ্রামের স্বর্ণকার বাড়ির মুসলেম মিয়ার ছেলে আলমগীর।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়,গোপন সূত্রে খবর পেয়ে বরুড়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে মঙ্গলবার রাত ৩টায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপর গুলি ছোড়লে পুলিশ সদস্যেরাও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।একপর্যায়ে ঘটনাস্থল থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কমপক্ষে দুটি ও সর্বোচ্চ ১৫ টি মামলা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক,৫ রাউন্ড কার্তুজ,২টি ছেনি,৩টি রড,একটি জিআই পাইপ,একটি ছুরি উদ্ধার করা হয়।
এ সময় ডাকাত দলের সাথে গোলাগুলিতে দুই পুলিশ সদস্য আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০