1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

Translate in

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৬৬ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টার

আদমদীঘি উপজেলার সান্তাহারে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আব্দুর রাজ্জাক(৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাণীনগর উপজেলার মধ্য রাজাপুর গ্রামের মৃত আতোয়ার হোসেনের ছেলে।
সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়,আব্দুর রাজ্জাক মাদুর ব্যবসায়ী। কুষ্টিয়ায় মাদুর বিক্রি করে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। রাণীনগর স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ না থাকায় ট্রেনটি সান্তাহারের দিকে আসছিল। সান্তাহার ইউনিয়নের পান্নাথপুর এলাকায় রেলওয়ে সেতু সংস্কারের কাজ চলায় ট্রেনের গতি কমায়। এ সময় চলন্ত ট্রেনে থেকে নামার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তাঁর।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০