1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

Translate in

কুমিল্লায় করিম হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৯১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় হত্যা মামলার রায়ে দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার (১৪জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। এসময় আদালত দুই আসামিকে মৃত্যুদন্ডসহ ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মজনু মিয়া ও কবির মিয়া। উভয়ের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা পশিচমপাড়া গ্রামে।
মামলার বাদী পক্ষের আইনজীবী এপিপি সেলিম মিয়া জানান, ২০১০ সালের ২৮ জুলাই বিকেল হোমনার বাগমারা পশিচমপাড়া গ্রামের আবদুল করিমকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। চারদিন পর ২আগস্ট দুপুরে হোমনার বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পরে নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রাষ্ট্রপক্ষ ১৭জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে হত্যার ঘটনা প্রমাণিত হয়। পরে আসামিরাও ১৬৪ ধারায় টাকার লেনদেন নিয়ে ঝামেলায় হত্যা করেছে বলে স্বীকার করে। এ ঘটনায় আদালত তাদের মৃত্যুদণ্ড আদেশ দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০