1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

কারাগারে মারা গেলেন রাণীশংকৈলের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন আকাশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৪২ বার দেখা হয়েছে

(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁও কারাগারে আব্দুর রহমান (৫৪) নামে মাদক মামলায় রাণীশংকৈলে ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্ত এক কয়েদি অসুস্থ হলে কারাগার থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুর রহমান জেলার রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের মৃত বদর আলির ছেলে। কারাগার সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে একটি মাদকের মামলায় তিন মাসের সাজা নিয়ে কারাগারে আসে আব্দুর রহমান। তিনি মাদক সেবনের অপরাধে একাধিকবার হাজত খেটেছেন। শনিবার দুপুরে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালে আসা কয়েদিকে মৃত অবস্থায় পেয়েছেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও আবাসিক মেডিক‌্যাল অফিসার রাকিবুল ইসলাম। কারাগারের জেলার মো. বদরুদ্দোজা জানান, গত ১৭ আগষ্ট রাণীশংকৈলে ভ্রাম্যমান আদালতের বিচারক মাদক সেবনের অপরাধে তাকে তিন মাসের সাজা দেন। দুপুরে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক মৃত ঘোষণার পরই আমরা মেজিস্ট্রেট ও সিভিলসার্জন বরাবর পোস্টমর্টেমের অনুরোধ জানানো হয়েছে। সব ফরমালিটি শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০