1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

Translate in

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের বীরত্বগাঁথা গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১১৯ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

ফরিদগঞ্জে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষে বীর মুক্তিযোদ্ধারা স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের শোনালেন যুদ্ধকালীন বীরত্বগাঁথা গল্প। উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প’জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথা গল্প শোনালেন,বীরমুক্তিযোদ্ধা সহিদ উল্ল্যা তপাদার,বীরমুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন,বীরমুক্তিযোদ্ধা এম এইচ মুনসুর আলী ও বীরমুক্তিযোদ্ধা আতিকুর রহমান। এ সময় মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চা বৃদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ অনুষ্ঠান সময়োপযোগী।‘দৃঢ় আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে আমরা মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। এখন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং এ চেতনা ধারণ করতে হবে। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানান দিতে হবে। উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,প্রকল্প পরিচালক (পিডি) নূরুল আমিন, উপ পরিচালক এরশাদ মিয়া,ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান,ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ,মাজুদা বেগম,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আমান উল্যা আমান,গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো.জহির হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা নুরে আলম। পরে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজে অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের উপহার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০