1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

Translate in

হোমনায় নিষিদ্ধ ৩ লাখ টাকার জাল জব্দ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে
  • আইয়ুব আলী,হোমনা
    কুমিল্লার হোমনায় মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকার আড়াই হাজার মিটার একশটি নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ঘাড়মোরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এতে এ জালগুলো জব্দ করে জনসম্মুখে আগুণে পুড়িয়ে ফেলা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সঙ্গিয় পুলিশসহ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেনূর মিয়া,ভূমি অফিসের নাজির মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
    সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন,গতকাল ঘাড়মোরা বাজারে সাপ্তাহিক হাটে গোপন সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে ৩ লাখ টাকার আড়াই হাজার মিটার একশটি নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জালের কোনো মালিককে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করাও সম্ভব হয়নি। জণস্বার্থে মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০