1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

Translate in

রাজশাহীতে ১ কেজি হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১টি দেশিয় ওয়ান শুটারগান ও ১ কেজি হিরোইন-সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তী। গ্রেফতারকৃতরা হলেন জেলার গোদাগাড়ী থানার দিয়াড় মানিকচরের মো: রকিবুর রহমানের ছেলে মো.জামাল (৩৯) ও একই থানার ভগবন্তপুরের মো: আনারুল হকের ছেলে মো: ইসমাইল হোসেন(২৪)। পুলিশি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ীর থানার মহিষালবাড়ী বাজারের পুরাতন জামে মসজিদের গেটের সামনে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতার জন্য দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার মো: সাইফুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আব্দুল হাই ও তার সংঙ্গীয়ফোর্স নিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় আসামীরা ডিবি পুলিশের উপস্থিতি জানতে পেরে পালানোর চেষ্টা করতে গিয়ে উভয়েই পুলিশের হাতে গ্রেফতার হয়। পুলিশ জানান মো: জামালের ডান হাতে থাকা লাল কাপড়ের ব্যাগের মধ্য থেকে দুইটি স্বচ্ছ পলিথনের মুখবন্ধ অবস্থায় বাদামি রঙয়ের ১ কেজি হিরোইন উদ্ধার করা হয়। তা ছাড়া একই অভিযুক্তের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের অংশে কোমরে গোঁজানো অবস্থায় একটি দেশিয় সক্রিয় ও অবৈধ ওয়ানশুটার গান আগ্নোয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় অবৈধ অস্ত্র ও হিরোইন রাখার অপরাধ করায় গ্রেফতারকৃত দুই অভিযুক্তের নামে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে পুলিশ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০