গলায় কলা আটকে তন্ময় রায় নামে ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দূর্ঘটনাটি নীলফামারীর ডোমারের হরিণচড়া ইউনিয়নের অলোকান্ত রায়ের বাড়ীতে ঘটে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত তন্ময় উল্লেখিত এলাকার অলোকান্ত রায়ের একমাত্র ছেলে সন্তান। বৃহষ্পতিবার(৭সেপ্টেম্বর)ইউপি সদস্য বনোমালী রায় শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, সকাল ৮টার দিকে শিশু তন্ময় খাবারের বায়না ধরলে, তার মা কয়েকটি কলা তার হাতে দেয়। তন্ময় বাড়ীর আঙ্গিনায় হাটাহাটি করছে ও কলা খাইতে ছিল। হঠাৎ পরিবারের লোকজন শিশুটিকে বাড়ীর আঙ্গিনায় পড়ে থাকতে দেখে। এবং শিশুটির মুখ কলা ভর্তি ও অচেতন অবস্থা দেখে তার মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। উপস্থিত প্রতিবেশীরা দ্রুত শিশুটিতে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুাটতে মৃত ঘোষনা করেন।
ইউপি চেয়ারম্যান রাসেল রানা শিশু তন্ময়ের মৃত্যুর বিষটি নিশ্চিত করে বলেন, খবরটি খুবই মর্মান্তিক। শিশুদের খাবার খাওয়াসহ তাদের সার্বিক বিষয়ে পরিবারের সদস্যদের সচেতন ও খেয়াল রাখা প্রয়োজন।