মোঃ সোহেল রানা দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লার দেবীদ্বারে ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর ব্রিজ থেকে আশানপুর হয়ে বালিবাড়ি চর এলাকা পর্যন্ত গোমতী বেরিবাঁধের প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্কার করেছে আশানপুর নবজাগরন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আশানপুর গ্রামের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী মোঃ আক্তারুজ্জামান’র আর্থিক সহায়তায় শুক্রবার সকাল থেকে দিন ব্যাপী ইট, বালি, সুরকী দিয়ে স্বেচ্ছাশ্রমে ওই সড়কটি সংস্কার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ফতেহাবাদ ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেএম কামরুজ্জামান মাসুদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, নবজাগরন সংঘের উপদেস্টা জিএমএম ফারুক, লক্ষীপুর নবযাত্রা সংগঠনের সভাপতি মো. বদরুল হাসান সাজিব, আশানপুর নবজাগরন সংঘের সাধারন সম্পাদক আব্দুল কাইউম মুন্সী, মো. মামুনুর রশিদ মুন্সী সহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এসময় কামরুজ্জামান মাসুদ জানান, ছোট-বড় গর্ত আর খানা-খন্দে ভরা সড়কটি চলতি বর্ষাকালে হাজার হাজার পথচারী ও যানবাহনের চলাচলে চরম দুর্ভোগের কারণ হয়েছিলো। মানুষের দুর্ভোগ লাঘবে আমরা পারিবারিক ভাবে প্রয়োজনীয় অর্থ সহায়তা দিয়ে সড়কটি সংস্কার করে দিচ্ছি। সংস্কার কাজে আশানপুর নব জাগরন সংঘের সদস্যরা স্বেচ্ছাশ্রম দিয়ে মানবতার উজ্জল দৃস্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজে আমি এবং আমার পরিবার ফতেহাবাদ ইউনিয়নের মানুষের পাশে থাকবো।