সোহেল রানা (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি:
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭টি পুকুরে ৪২৭ কেজি রুই, কাতল, মৃগেল, কালিবাউস, ঘনিয়া সহ বিভিন্ন প্রজাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ গিয়াস উদ্দিন সহ অন্যান্য অতিথি বৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল হাকিম লিটন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ নাসির আহমেদ ভ‚ঁইয়া, উপজেলা পল্লী উন্নয় কর্মকর্তা রমেন শাহা, দেবীদ্বার খামার ব্যবস্থাপক মামুনুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা, যুবউন্নয় সহকারী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী সহ আরো অনেকে। সিনিয়র উপজেলা মৎষ্য কর্মকর্তা মোঃ নাসির আহম্মেদ জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেবীীদ্বার উপজেলা মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব অর্থয়ানে উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর, কাচারী পুকুর, শিশু পরিবার পুকুর, রাধানগর, কাচিসার ও জাফরাবাদ আবাসান প্রকল্প সহ ৭টি পুকুরে ৪২৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।