1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

Translate in

বদলগাছীতে আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের মূলহোতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টার

নওগাঁর বদলগাছীর চকবেনী এলাকা হতে আন্ত:জেলা চোর চক্রের মূলহোতা মোঃ রাজু মন্ডল (৪০) কে বৃহস্পতিবার রাতে আটক করেছে র্যাব। আটক রাজু বগুড়ার শীবগঞ্জ উপজেলার নগরজান গ্রামের মৃত সোলায়মান মন্ডলের ছেলে। এছাড়া অজ্ঞান পার্টির শিকার জেলার পত্নীতলা উপজেলার সিধাতৈল গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে ভিকটিম মোঃ জিল্লুর রহমান রহমানকে উদ্ধার করেছে। শুক্রবার সকালে র্যাব-৫,রাজশাহীর সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,আসামী রাজু মন্ডল আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। সে বিভিন্ন জেলায় গিয়ে প্রথমে সারাদিনের জন্য অটোরিক্সা ভাড়া করে এরপর সন্ধ্যা হলে অটো ড্রাইভারকে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়। আসামীর স্বীকারোক্তিতে জানা যায় এর আগেও বিভিন্ন জেলায় সে ০৫টি ইঞ্জিনচালিত অটোরিক্সা একই কায়দায় চুরি করে। গত বুধবার দুপুরে জেলার পত্নীতলা উপজেলায় রাজু মন্ডল ১০০০টাকায় সারাদিনের জন্য অটোরিক্সা ভাড়া নেয়। পরবর্তীতে দিন গড়িয়ে রাত হলে আসামী কৌশলে ভিকটিমকে চেতনা নাশক জুস খাইয়ে অজ্ঞান করে। ভিকটিমকে সুবিধাজনক জায়গায় ফেলে দেয়ার সুযোগ খুজে বেড়াচ্ছিল তখন তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সোর্সের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধারপূর্বক হাসপাতালে ভর্তি করায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০