লিটন সরকার বাদল //
চাঁদপুরে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর মানবিক কাজে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বৃহস্পতিবার(৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের জন্য পানি বিশুদ্ধকরন মেশিন, ১০ টি আধুনিক বেড এবং ৫০ টি বালিশ দেওয়া হয়েছে।পানি বিশুদ্ধকরন মেশিন ও রোগীদের শয্যা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় তিনি বলেন- জেলা সদর হাসপাতালের রোগীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা এবং বেড সামগ্রী বিতরণ করায় আমি লায়ন্স ক্লাব অব চাঁদপুর আর্ত মানবিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন,আপনারা চাঁদপুরবাসীর কল্যাণে বিগত দিনে যেমন সাথে ছিলেন আগামী দিনগুলোতে এভাবে পাশে থাকবেন বলে আমি আশা করি।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ,সিভিল সার্জন ডা.মো. শাখাওয়াত উল্যাহ,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইকবাল হোসেন পাটওয়ারী,সাধারণ সম্পাদক রহিম বাদশা। এর আগে অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সভাপতি লায়ন মো. মফিজুল ইসলাম খান সেলিম, সম্পাদক লায়ন আরমান চৌধুরী রবিনসহ কমিটির সদস্যরা। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর কোষাধ্যক্ষ লায়ন মো. ফয়সাল আহমদ,আইপিপি লায়ন জিকরুল আহসান, সহ-সভাপতি(১ম) কিশোর সিংহ রয়,৩য় সহ-সভাপতি ট্রেজারার লায়ন মোঃ সাখাওয়াত হোসেন(৩য়) ও পরিচালক ইমাম হাসান রাসেল গাজী প্রমুখ।