1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

Translate in

বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৭৩ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টার

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। আজ রোববার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বিমানে পাইলটসহ আরও দুজন আরোহী ছিলেন।
আইএসপিআর জানায়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। তবে এ ঘটনায় পাইলটরা সুস্থ আছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, হঠাৎ করে বিমানটি গ্রামের একটি পরিত্যক্ত বাড়িসংলগ্ন বাঁশঝাড়ে পড়ে যায়। এ সময় বিমানে দুজন পাইলট ছিলেন। খবর পেয়ে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।
বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন বলে কাহালু থানার ওসি মাহমুদ হাসান জানান।
তিনি বলেন,“ট্রেনিং বিমানটি কাহালু এলাকায় ভেঙে পড়লে বগুড়া বিমান বন্দর থেকে আমাদের জানানো হয়। দুর্ঘটনার স্থানটি বিমান বাহিনীর লোকজন ঘিরে রেখেছে। সেখানে আমাদের কিছু করণীয় নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০