1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

Translate in

নোয়াখালীতে জাতীয় নিরপাদ সড়ক দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৬৩ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

‘সড়ক আইন মেনে চলি,স্মাট বাংলাদেশ গড়ে তুলি এ স্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে ‌‌‌‍‍’জাতীয় নিরাপদ সড়ক দিবস” পালিত হয়েছে।
রোববার(২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী শাখা দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেক বক্তৃতা করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, সিভিল সার্জন ডা:মাসুম ইফতেখার,বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, নোয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মো.মাসুদ পারভেজ, বিআরটিত্র নোয়াখালীর উচ্চমান সহকারী এম দিদারুল করিম সিকদার, হিসাব সহকারী মো.মাসুদ প্রমূখ।
এর আগে, নোয়াখালী জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তরা চালকদের স্বাস্থ্য সচেনতায় গুরুত্ব আরোপ করেন। এ ছাড়াও পথচারীদের সড়কে আইন মেনে চলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০